সংখ্যালঘু দিবস উপলক্ষে সংখ্যালঘু বিষয়ক সেমিনার কলকাতা প্রেসক্লাবে

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20201218-WA0042

আজ ১৮ই ডিসেম্বর আন্তর্জাতিক সংখ্যালঘু দিবস উপলক্ষে সংখ্যালঘু যুব ফেডারেশন এক আলোচনা সভার আয়োজন করে কলকাতা প্রেসক্লাবে।বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি এবং আলোচনার মধ্য দিয়ে এই সভার সূচনা ও সমাপ্তি ঘটে।উপস্থিত ছিলেন, সারা বাংলা যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মাওলানা কামরুজ্জামান, বিশিষ্ট বুদ্ধিজীবী মহাম্মদ নুরুদ্দিন সাহেব,মাওলানা আনোয়ার হোসেন কাসেমী মাদ্রাসা ছাত্র নেতা রাখিব হক, অনন্ত আচার্য, খলিল মল্লিক, গোলাম রহমান প্রমূখ।মূলত সংখ্যালঘুদের ওপর অন্যায় অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হয়ে এই সভা করেন বিশিষ্ঠ জনেরা।গণতান্ত্রিক দেশ ভারতবর্ষের ভৌগলিক সীমানার মধ্যে অবস্থানরত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সমান অধিকার আছে কিন্তু বার বার কেন্দ্র ও রাজ্য কতৃক বিতাড়িত হচ্ছে সংখ্যালঘুরা।বিভিন্ন শোষণ বঞ্চনার শিকার হতে হচ্ছে সংখ্যালঘুদের। এছাড়াও কেন্দ্র সরকার সংখ্যালঘুদের সাথে সরাসরি শত্রুতা করে মারার হুমকি দিচ্ছেন এই নিয়ে আক্ষেপ প্রকাশ করেন কামরুজ্জামান।সেই সঙ্গেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের জন্য কি উন্নয়ন করেছেন এই নিয়েও আলোচনা করেন এবং সেই তালিকা প্রকাশ করার দাবি জানান কামরুজ্জামান।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর