পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বারাসাতে অবস্থান-বিক্ষোভে বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

20210711_145627_0000

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বারাসাত ১১ নম্বর রেলগেট সংলগ্ন ইন্ডিয়ান অয়েল গ্যাস অফিসের সামনে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে অবস্থান-বিক্ষোভ। উপস্থিত ছিলেন বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী|

একদিকে করোনার প্রভাব অন্যদিকে পেট্টোপণ্যের দাম অগ্নিমূল্য। ১০০ টাকা পার পেট্রোল, অন্যদিকে ডিজেল ১০০ পার হবো হবো করছে| বর্তমানে দিন আনা দিন খাওয়া মানুষের বেঁচে থাকাটা খুবই কষ্টের,সমস্ত কিছু আজ অগ্নিমূল্য|রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে তৃণমূল ছাত্র পরিষদ বারাসাত ১১ নম্বর রেলগেট সংলগ্ন ইন্ডিয়ান অয়েল গ্যাস অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করে। উপস্থিত ছিলেন বারাসাতের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী।

বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী জানান,’এই প্রতিবাদ চলবে, প্রতিবাদ ছাড়া রাস্তা নেই। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী না হলে এই সমস্যার সমাধান হবে না। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনার ভ্যাকসিনের অজুহাতে পেট্রোল,ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি করে সেই দাম তোলার চেষ্টা করছে। কিন্তু ভ্যাকসিনেশনের যে দাম সেই টাকা উর্ধে চলে গেছে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের থেকে তোলা দাম। তাহলে বাকি টাকা গেল কোথায় প্রশ্ন তুললেন বিধায়ক|

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর