মোদির ফ্রান্স সফর: ফ্রান্সের প্রশাসনিক কর্তাদের মোদির উপহার

এনবিটিভি, ওয়েব ডেস্ক: দুদিনের ফ্রান্স সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পেয়েছেন ‘লিজিয়ঁ দ্য অনার’ সম্মান এবং ফ্রান্সের জাতীয় দিবস বাস্তিল ডে’র অনুষ্ঠানে ‘গেস্ট অফ অনার’ ছিলেন তিনি। কিন্তু এবার পাল্টা উপহার দিলেন প্রধানমন্ত্রী।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর হাতে মোদি তুলে দেন নকশা করা চন্দনকাঠের তৈরি সেতার। ফ্রান্সের ফার্স্ট লেডি ব্রিজেট ম্যাক্রোঁর জন্য মোদি নিয়ে গিয়েছিলেন পোচামপল্লি ইক্কত শাড়ি। ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্নের জন্য ছিল রাজস্থানের বিখ্যাত ‘মার্বেল ইনলে ওয়ার্ক’-এর তৈরি স্মারক। ফ্রান্সের জাতীয় পরিষদের প্রেসিডেন্ট ইয়েল ব্রাউন-পিভেটের জন্য ছিল হাতে বোনা কাশ্মীরি নকশা করা কার্পেট। ফরাসি সেনেটের প্রেসিডেন্ট জেরার্ড লার্চারের জন্য ছিল হাতে নকশা করা হাতির মূর্তি।

Latest articles

Related articles