কৃষি আইনের ব্যাপারে মোদীর গোঁড়ামি এবার প্রাণ নিল এক আইনজীবী

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

h79h921o_farmers-protest-delhi-meerut-expressway_625x300_04_December_20

নিউজ ডেস্ক : পুঁজিপতিদের স্বার্থ স্বার্থের তৈরি কৃষি আইন এর ব্যাপারে মোদির গোঁড়ামি প্রাণ নিলো আরও একজনের। এবার দিল্লি হরিয়ানা সীমান্তের তীকরি এলাকায় আত্মহত্যা করলেন এক পাঞ্জাবী আইনজীবী। নিজের সুইসাইড নোটে সাধারণ মানুষের আবেদন শোনার জন্য পুঁজিপতি দের তাবেদার বিজেপি সরকারকে পরামর্শ দিয়েছেন তিনি।

ইতিমধ্যে কৃষক বিরোধী কৃষি আইনের প্রতিবাদে মৃত্যুবরণ করেছেন বহু কৃষক। কিছুদিন আগে প্রতিবাদ স্থলে নিজেকে গুলি করে আত্মহত্যা করেন শিখ ধর্মীয় গুরু। তারপর আবার আজকের এই আত্মহত্যার ঘটনা। তার মৃতদেহের কাছে পাওয়ার প্রাপ্ত সুইসাইড নোটে লেখা ছিল ” সাধারণ মানুষের আবেদন শুনুন।” মৃত আইনজীবীর নাম অমরজিৎ সিং। তিনি পাঞ্জাবের জালালাবাদ অঞ্চলের বাসিন্দা।

উল্লেখ্য কৃষি আইনের বিরুদ্ধে ১০ লক্ষাধিক কৃষক দিল্লি হরিয়ানা সীমান্তে অবস্থান-বিক্ষোভ চালিয়ে যাচ্ছে ২৬ শে নভেম্বর থেকে। মোদি সরকার কৃষকদের স্বার্থে বিল প্রণয়নের কথা বললেও কৃষকদের আওয়াজ তাদের কর্ণকুহরে প্রবেশ করে না। এমনকি কৃষকদের মৃত্যু তাদের নাড়াতে পারে না।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর