
সদ্য টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বর্তমান ভারতীয় ক্রিকেটের মেরুদন্ড রোহিত শর্মা ও বিরাট কোহলি। এর রেশ কাটতে না কাটতে আবারও ভারতীয় ক্রিকেটে শুরু হয়েছে জোর জল্পনা। চারিদিকে গুঞ্জন শোনা যাচ্ছে, বিরাট কোহলি রোহিত শর্মার পর এবার টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন ভারতের ক্রিকেট দলের অন্যতম প্রধান বোলার মহঃ শামি।

বিশ্বকাপের পর থেকে একটা দীর্ঘ সময় শারীরিক অসুস্থতায় ভুগছেন মহঃ শামি। কিছুদিন আগেই অস্ত্রোপচার হয়েছে গোড়ালিতে। মহঃ শামি শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন ২০২৩ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে। এখন সবচেয়ে বড় প্রশ্ন এই যে, বিগত দু’ বছর ধরে মাঠের বাইরে থাকা মহঃ শামি কতটা ফিট এবং উপযোগী হয়ে উঠতে পারবে?
তবে ভক্তদের স্বস্তির বিষয় এই যে, সোশ্যাল মিডিয়ায় তৈরি হওয়া সকল গুঞ্জনকে এক কথায় নস্যাৎ করেন মহঃ শামি। তিনি স্পষ্ট জানান এখনো টেস্ট থেকে অবসর নেওয়ার কথা ভাবছেন না।