মন্তেস্বর ব্লকের প্রতিবন্ধী মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200817-WA0049

এনবিটিভি,জ্যোতির্ময় মন্ডল, পূর্ব বর্ধমান:
সারা দেশে সহ, আমাদের রাজ্যে এবং মন্তেস্বর ব্লকেও করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার সংখ্যা দিনদিন বাড়ছে।তার ফলে এখনও, সাপ্তাহিক লক ডাউন জারি আছে সারা রাজ্যের সঙ্গে মন্তেস্বর ব্লকেও।এই পরিস্থিতিতে সাধারণ মানুষ থেকে গরীব দিনআনা, দিনখওয়া মানুষজন দুই বেলা দুইমুঠো খাবার যোগাড় করতে অসহায় হয়ে পড়ছেন। তাই আজ ১৬ই আগস্ট সারা দিন মন্তেস্বর শিশু মহল স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে , মন্তেস্বর অঞ্চলের লোহার, ভারুচা ,মন্তেস্বর, আসানপুর, প্রভৃতি গ্রামের প্রতিবন্ধী মানুষজনদের, বাড়ী বাড়ী গিয়ে ডাল, সোয়াবিন, তেল, আটা , কিছু ফল সামগ্রী সহ একটি মাস্ক ও স্যানিটাইজার প্রতিবন্ধী মানুষদের হাতে তুলে দেন মন্তেস্বর শিশুমহল স্বেচ্ছাসেবী সংস্থা। স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য অমিতাভ সোম, শ্যামলকুমার চট্টোপাধ্যায়, কুতুব মন্ডল, চুয়া সোম, নব গোপাল হাজরা ও অনুপ দাসরা জানিয়েছেন প্রায়২০ জন প্রতিবন্ধী মানুষ জনের হাতে খাদ্য সামগ্রী, মাস্ক, স্যানিটাইজার ও একটি জাতীয় পতাকা প্রদান করা হয়েছে। কিছু সময়ের জন্য এই কর্মসূচিতে অংশ নেন মন্তেস্বর থানার পুলিশ আধিকারিক সৈকত মন্ডল মহাশয়, মন্তেস্বর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান রফিকুল ইসলাম ,ইতিপূর্বে এই সংস্থা মন্তেস্বর ব্লকের বিভিন্ন গ্রামে মাস্ক বিলি সহ সচেতনতা প্রোগ্রাম করেছে।শিশুমহল সংস্থার এই উদ্যোগে খুশি এলাকার মানুষ জন। ও মন্তেস্বরের প্রশাসনিক মহল৷

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর