আরো ডুবল গেরুয়া শিবির! তৃণমূলে যোগ দিলেন হেভিওয়েট বিজেপি নেতা সভ্যসাচী

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

sabyasachi_dutta_

 

নিউজ ডেস্ক : আরো ডুবল গেরুয়া শিবির! তৃণমূলে যোগ দিলেন হেভিওয়েট বিজেপি নেতা সভ্যসাচী। তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন। এবার বিজেপি ছেড়ে তৃণমূলে আসছেন সব্যসাচী দত্ত?‌ বিধানসভা ভোটের পর থেকেই জল্পনা চলছে। তবে সেই জল্পনা আরও তীব্র হল এবার। লখিমপুর খেরি কাণ্ডে বিজেপির নিন্দায় সরব সব্যসাচী। তিনি বলেছেন, ‘‌যে বা যারাই এটা করে থাকুক তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি এবং তাদের একটাই শাস্তি হওয়া উচিত ফাঁসি।

 

বেশ কিছুদিন ধরেই বিজেপিতে থেকেও ছিলেন না সব্যসাচী দত্ত। এমনকি দলের আদর্শের পরিপন্থী বেশ কিছু মন্তব্য করতে শোনা যায় তাঁকে। দলের কোনও বড় অনুষ্ঠানে তাঁকে দেখা যায়নি। লখিমপুর কাণ্ড নিয়ে তিনি সরাসরি দিলীপ ঘোষের মন্তব্যের বিরোধিতা করেছিলেন। তখনই খানিকটা স্পষ্ট হয়ে যায় সব্যসাচী হয়তো তৃণমূলে ফিরতে পারেন ।

 

রাজনৈতিক পর্যবেকদের মত, সব্যসাচী এখন ঘরে ফিরলে তৃণমূলের বিস্তার লাভ। কারণ খড়দহ উপনির্বাচনে সব্যসাচীকে ইনচার্জ করা হয়েছে বিজেপির তরফে। এই পরিস্থিতিতে সব্যসাচী সরে গেলে বিজেপি শিবির বড় ধাক্কা খাবে বলেই মনে করছে তৃণমূল।

 

২০১৯ সালে দুর্গাপুজোর আগে বিধাননগরের প্রাক্তন মেয়র BJP-তে যোগ দিয়েছিলেন। বিধানসভা ভোটে তৃণমূলের ব্যাপক সাফল্যের পর তৃণমূল ছেড়ে BJP-তে যাওয়া একাধিক নেতা ফের পুরানো দলে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন। ঘরওয়াপসি হয়েছে মুকুল রায়ের। বেসুরো রাজীব বন্দ্যোপাধ্যায়। এই অবস্থায় সব্যসাচীর মন্তব্য জল্পনা আরও বাড়াল।

২মে বিধানসভা ভোটের ফল ঘোষণার পর থেকে সব্যসাচী দত্তকে সেভাবে সক্রিয়ভাবে BJP-র হয়ে ময়দানে নামতে দেখা যায়নি। তার মধ্যেই লখিমপুরকাণ্ডের মতো স্পর্শকাতর ইস্যুতে সরাসরি দলের সর্বভারতীয় সহ সভাপতির বক্তব্যের সমালোচনা করায় সব্যসাচী দত্তকে নিয়ে গুঞ্জন শুরু হয়েছে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর