এনবিটিভি ডেস্ক ঃ গত ২৪ ঘণ্টায় করনায় ফের বাড়ল সংক্রমণ । কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বৃহস্পতিবার পরিসংখ্যান অনুযায়ী ৮৫৩ জন আক্রান্ত হয়েছে , গত ২৪ ঘণ্টায় রাজ্যে করনায় এক দিনে ১৫ জনের মৃত্যু হয়েছে । শুধুমাত্র কেরলেই দৈনিক আক্রান্তের সংখ্যা ৬০ শতাংশেরও বেশি । দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৬১ হাজার ৫৭ জনের । একদিনে ১৩ হাজার ২০৪ জন সুস্থ হয়েছেন ।কলকাতা ও উত্তর ২৪ পরগণার পাশাপাশি দারজিলিংয়ে ও মঙ্গলবার সংক্রান্তের সংখ্যা ২০ থেকে বেড়ে বুধবার ৫০ জনে দাড়ায় , দ্রুত বেড়ে চলেছে কভিডের সংখ্যা । একদিনে দেশে আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৪৫১ জন ।
জগদ্ধাত্রী পূজার মুখে রাজ্যে ঊর্ধ্বমুখী কভিড গ্রাফ । উদ্বেগ বাড়ছে কলকাতা , উত্তর ২৪ পরগণা ও হুগলী । রাজ্যে কভিডের হার কিছুটা কমে হয়েছে ৩.৭ শতাংশ । সূত্রের খবর জানাযায় , মার্গ ওশুধ কম্পানির ওরাল ভ্যাকসিন মলনিউপিরাভি্র ইংল্যান্ডের ওশুধ নিয়ন্ত্রণ কারির সংস্থার আপদকালীন ব্যাবহারের উন্মোদন পেতে চলেছে । শীঘ্রই ছাড়পত্র পাচ্ছে ‘ মেড ইন ইন্ডিয়া ‘ মেডিসিন ।