মালদাঃ গোপন সূত্রের খবর পেয়ে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে আদর্শ বাজার এলাকা থেকে চোরাই মোটর বাইক সহ একজন দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। বুধবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করল পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম বিপ্লব মন্ডল। তার বাড়ি কালিয়াচক থানার বাখরাবাদ এলাকায় । গত ১২ নভেম্বর মোথাবাড়ি থানায় একটি মোটর বাইক চুরির অভিযোগ দায়ের হয়। মোথাবাড়ি এলাকার মিছুটোলা মসজিদের সামনে থেকে একটি হিরো হোন্ডা গ্লামার বাইক চুরি হয়ে যায় বলে অভিযোগ । এরপর তদন্তে নেমে পুলিশ বিভিন্ন সূত্র ধরেই চোরাই বাইক সহ একজনকে গ্রেপ্তার করে। ধৃতকে বুধবার জেলা আদালতে পেশ করেছে মোথাবাড়ি থানার পুলিশ।