মোথাবাড়ি থানার অন্তর্গত বাবলা কমলপুর এলাকার ধর্ষণকাণ্ডের মূল অভিযুক্তকে গ্রেফতার করে, মালদা জেলা আদালতে পেশ করলো মোথাবাড়ি থানার পুলিশ।
জানা গেছে,মহরমের দিন সবাই লাঠিখেলা দেখতে ব্যস্ত ছিলেন। ওই সময় বাড়ি ফাঁকা পেয়ে অভিযুক্ত ওই শিশুটিকে পেয়ারার লোভ দেখিয়ে পাশের এক বাড়িতে ভাঙ্গা ঘরে নিয়ে যায়। তারপর শিশুটিকে ধর্ষণ করে বলে অভিযোগ।
এ নিয়ে শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।
ধর্ষণের পর থেকে অভিযুক্ত পলাতক ছিলেন। 72 ঘণ্টার মধ্যে মোথাবাড়ি থানার পুলিশ অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ করে। অভিযুক্তকে গ্রেফতার করে আজ মালদা জেলা আদালতে পেশ করেছে।