আগ্নেয়াস্ত্রসহ ঝাড়খণ্ডের দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল মোথাবাড়ি থানার পুলিশ

মালদা, এনবিটিভিঃ বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে মোথাবাড়ি থানার ওসি মৃণাল চ্যাটার্জী এর কথামতো অভিযান চালিয়ে এসআই ওমর ফারুক পুলিশ বাহিনী নিয়ে  হামিদপুর চর এলাকা থেকে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে একটি পাইপগান, দুটি কার্তুজ, লোহার রড সহ বিভিন্ন সামগ্রী।। এর পাশাপাশি একটি মোটর বাইক উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম গাফফার সেখ(২৬)  ও  আফজাল সেখ। দুজনের বাড়ি ঝাড়খন্ডের সাহেবগঞ্জ এলাকায়।

পুলিশের প্রাথমিক অনুমান দুষ্কৃতী মূলক কাজ করার জন্য ঝাড়খণ্ডের দুই যুবক উপস্থিত হয়েছিল হামিদপুর চর এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করে মোথাবাড়ি থানার পুলিশ।

এই দুষ্কৃতী মূলক কাজ করার চক্রান্তে আরো কে বা কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে মোথাবাড়ি থানা পুলিশ।

Latest articles

Related articles