
ঘরে শাশুড়ি বৌমার সম্পর্ক যেন দুই দেশের মধ্যে ঠান্ডা লড়াই। মাঝেমধ্যে এ লড়াইয়ের পারদ চড়লে, তার উত্তাপ হ্রাস করার সাধ্য বাড়িতে উপস্থিত পুরুষের নেই। তবে এক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম।
শাশুড়ি বৌমার জুটি মিলে এমন কাণ্ড ঘটালো যা দেখে রীতিমতো হতভম্ব সাধারণ মানুষ, বাকরুদ্ধ পুলিশও। তাদের বিরুদ্ধে অভিযোগ, সাধারণ মানুষকে বিভিন্ন উপায় প্রতারণা করে তাদের কাছ থেকে ছলনা বসত টাকা হাতাতে সিদ্ধ হস্ত ছিল, এই শাশুড়ি বৌমা জুটি। চুরি ছিনতাই এর কাজেও সমান ভাবে পারদর্শী ছিল এই জুটি।

বিহারের কাইমুর জেলার বাসিন্দা, বিন্দু দেবী। ই-রিক্সা চেপে বাড়ি ফেরার পথে চুরি হয় সোনা রুপো সহ বিন্দুর বেশ কিছু অলংকার। এরপর পুলিশে অভিযোগ দায়ের করেন বিন্দু। পুলিশ ঘটনার তদন্ত করতে গিয়ে, এলাকায় উপস্থিত সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে। সেখানে দেখা যায় বিন্দুকে একা পেয়ে তার ওপর চড়াও হয় দুই মহিলা। ওই দুই মহিলাকে সহযোগিতা করছে ই-রিক্সা চালক। প্রথমেই পুলিশ গ্রেপ্তার করে ই-রিক্সা চালককে। রিক্সা চালককে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর, হদিস পাওয়া যায় দুই মহিলার।
পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে, দুই মহিলার নাম, জিরামুনি দেবী ও জ্যোতি দেবী। সম্পর্কে এনারা শাশুড়ি বৌমা। পুলিশে হেফাজতে নেওয়া হয় এই দুই মহিলাকে। বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ, ১০০ গ্রামের বেশি সোনার গয়না, এবং প্রায় তিন কেজি ২০০ গ্রামের মতন রুপার গয়না বাজার তো করেছে। বাজেয়াপ্ত করা সোনার মূল্য আনুমানিক ১০ লক্ষ টাকা এবং রুপোর মূল্য ৩.২৫, জানিয়েছে পুলিশ।