মায়ের কোলে মাথা দিয়ে কাঁদতে চান ডাক্তার কাফিল খান

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200902-WA0076

এনবিটিভি ডেস্ক: দীর্ঘ আট মাস পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলেন। ছেলের মুক্তির জন্য ৬৫ বছর বয়সে আদালতের দৌড় গোড়ায় ছুটে বেড়িয়েছেন ডাক্তার কাফিল খানের মা। জেল থেকে মুক্তি পেয়ে সেই মায়ের কোলে মাথা দিয়ে কাঁদতে চান তিনি।

এই করোনা অবহের মধ্যে তার বৃদ্ধ মাকে গোরখপুর আদালত থেকে এলাহাবাদ হাইকোর্ট, এমনকি সুপ্রিম কোর্টে বারবার ছুটতে হয়েছে। এটাও তার মায়ের উপর এক প্রকার নির্যাতন বলে মনে করছেন তিনি। জেল থেকে মুক্ত হওয়ার পর বুধবার দুপুর পর্যন্ত মায়ের সঙ্গে দেখা করতে পারেননি ডাক্তার কাফিল খান। কারণ, জেল থেকে মুক্ত হলেও গৌরবপুরে নিজের বাড়িতে যেতে পারছেন না তিনি। এখনো তার মধ্যে আতঙ্ক গ্রাস করে রয়েছে। দীর্ঘ আট মাস, জেলার মধ্যে শারীরিক ও মানসিক অত্যাচারের পাশাপাশি মা, শিশু সন্তান ও স্ত্রীর সঙ্গে দেখা না করার যন্ত্রণা কুরে-কুরে খেয়েছে তাকে। সেই কারনে, মায়ের সঙ্গে দেখা হলে কোলে মাথা দিয়ে কান্না করার পাশাপাশি, নিশ্চিন্তে ঘুমাতে চান ডাক্তার কাফিল খান।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর