পিএসি-র চেয়ারম্যান নির্বাচিত হলেন মুকুল রায়,তোলপাড় বিধানসভা

বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা পিএসি-র চেয়ারম্যান নির্বাচিত হলেন মুকুল রায়। বিজেপি ছেড়ে তৃণমূলে আসার পরেই আজ পিএসি-র চেয়ারম্যান হিসেবে মুকুলের নাম ঘোষণা করলেন বিধানসভার অধ্যক্ষ। কিন্তু তারপরই তোলপাড় হিয়ে উঠল বিধানসভা। মুকুল রায়ের পি এ সি চেয়ারম্যান হওয়ার বিরোধিতা করে বিজেপি। এমনকি অধিবেশন থেকে ওয়াক আউটও করে তারা। প্রতিবাদে সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।

রীতি অনুযায়ী বিরোধী দল থেকেই পিএসির চেয়ারম্যান পদে কাউকে নির্বাচিত করা হয়। এদিকে মুকুল রায় এখনও বিজেপির বিধায়ক।

কিন্তু তিনি এখন তৃণমূলে। তাই মুকুল পিএসসি চেয়ারম্যান হওয়াশাসক দলের কৌশল বলে দাবী করেছেন বিরোধী দলনেতা। সাংবাদিক বৈঠকে শুভেন্দুর দাবী, পিএসি চেয়ারম্যান পদের জন্য বিজেপির তরফে মুকুল রায়ের নাম প্রস্তাব করা হয়নি। তা সত্ত্বেও মুকুল রায়কে এই পদে আনা হয়েছে। মুকুল রায়ের নামের প্রস্তাব করে গোর্খা জনমুক্তি মোর্চা। এর ফলে ক্ষমতার জোরে বিধানসভার ঐতিহ্য ভেঙেছে তৃণমূল।

Latest articles

Related articles