নিউজ ডেস্ক : সভ্যতার নিশংস বর্বরতার পরিচয় দিল বর্মা সেনারা। শেষে বার্মার সেনা গোষ্ঠী পরিণত হল রক্ষক থেকে ভক্ষকে। মায়ানমারের প্রধানমন্ত্রী অং সাং সুকি কে গ্রেফতারের পর থেকে গণতন্ত্রের ঢেউয়ে উত্তাল মায়ানমার। একের পর এক কঠোর(সেনা কর্তৃক) দমনমূলক ব্যবস্থাপনা গ্রহণ করার পরেও শান্ত হয়নি মায়ানমারের গণতন্ত্র পূজারীরা। সামরিক উত্থানের বিরুদ্ধে আন্দোলনে থাকাকালীন রাবার বুলেটে আক্রান্ত হয়ে প্রাণ হারান মিয়া খিয়াং।
সেনাদের জলকামান, যাবজ্জীবন কারাদণ্ড প্রভৃতি কে উপেক্ষা করেই চলছিল মায়ানমারের বিক্ষোভ। যার মধ্যে এতদিন হতাহতের খবর পাওয়া গেলেও মৃত্যুসংবাদ(মিয়া খিয়াং) এই প্রথম। বিবিসি সূত্রে খবর, নেপদে আন্দোলন থামানোর প্রচেষ্টায় সেনা কর্তৃক ছোড়া হয় রবার বুলেট। আর সেই রাবার বুলেটের আঘাতেই ‘শহীদ ‘ হন নেপদের মিয়া খিয়াং।
রীতিমতো কাটা ঘায়ে নুনের ছিটা পড়ার মতই কাজ করেছে মিয়া খিয়াং এর শহীদ ঘটনা। মিয়া খিয়াং এর মৃত্যু ঘটনা রীতিমতো শোকগ্রস্ত করে তুলেছে মায়ানমার বাসীর। একহাতে গণতন্ত্র দাবির সাইনবোর্ড ও অন্য হাতে মিয়া খিয়াং এর ছবি নিয়ে চলছে বিক্ষোভ।