নিজস্ব সংবাদদাতা: দেখতে দেখতে চার বছর কেটে গেল, আজও খোঁজ মিলল না জেএনইউর ছাত্র নাজিব আহমেদ এর। কত আন্দোলন, কত প্রতিবাদ, কত বিক্ষোভ কোন কিছুই কাজে আসলো না।
হারিয়ে যাওয়া নাজিবের আজও খোঁজ মেলেনি।
তিনি মাইক্রোবায়োলজি ছাত্র হিসেবে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে যোগদান। তারপর এক সপ্তাহ ধরে হোস্টেলে থাকেন। বিতর্ক তৈরি হয় এবিভিপি সঙ্গে। জানা যায় ২০১৭ অক্টোবর মাসের ১৪ তারিখে নিগৃহীত হন এবিভিপির হাতে। ১৫ ই অক্টোবর থেকে নিখোঁজ হয়ে যান নাজিব। নাজির কে খুঁজতে পুলিশের দরজায় দরজায় ঘুরে বেড়িয়েছেন নাজিবের মা।কিন্তু সন্তানকে পেলেন না বরং প্রশাসনের কাছ থেকে পেলেন ভর্ৎসনা আর তিরস্কার।
উল্লেখ্য; গতকাল জেএনইউর ছাত্ররা আবারও নাজিবের খোঁজে বিক্ষোভ মিছিল করেন। সম্প্রতি হাথরাপ ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত শাস্তির দাবি এই বিক্ষোভ মিছিল থেকে।