সুপ্রিম কোর্টে ধাক্কা সিবিআই-র। মঙ্গলবার প্রায় ঘণ্টার শুনানিতে সুপ্রিম কোর্টে প্রশ্নবাণে জর্জরিত হল সিবিআই। শেষে বিচারপতি বিনীত সরণ এবং বি.আর গাবাইয়ের অবসরকালীন বেঞ্চের তরফে জানিয়ে দেওয়া হল ‘কোনও রায় দেওয়া হচ্ছে না। বেঞ্চ বলেছে, ‘সলিসিটর জেনারেল মেনে নিয়েছে যে কলকাতা হাইকোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ সবদিক বিবেচনা করছে। তাই আবেদন প্রত্যাহার এবং এরকম বিষয়গুলি হাইকোর্টের সামনে তোলার অনুমতি চাওয়া হয়েছে।’ তার ভিত্তিতে কোনও রায় দেয়নি শীর্ষ আদালত।
নারদ মামলায় চার নেতাকে গৃহবন্দি রাখার যে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট, সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় সিবিআই। সেই মামলার শুনানিতে আগামী শুক্রবার মামলার শুনানির আর্জি জানান সলিসিটর মেহতা। তিনি দাবি করেন, ‘এটা আবার শুক্রবার হোক। আমার মনে হয় না, রাজ্যের কিছু বলার আছে। ওদের শুধুমাত্র ঝামেলা পাকাতে নিয়ে আসা হয়েছে।’ তাতে বেঞ্চের তরফে বলা হয়, ‘আপনাদের আর্জির ভিত্তিতে মঙ্গলবার বিষয়টির শুনানি হচ্ছে।’ তারইমধ্যে মামলাটি স্থানান্তর করার আর্জি জানান সিবিআইয়ের আইনজীবী। পালটা সুপ্রিম কোর্টের তরফে বলা হয়, ‘আমরা যদি এটা স্থানান্তরিত করে দিই, তাহলে তা হাইকোর্টের মনোবলে ধাক্কা দেবে।’ প্রত্যুত্তরে মেহতা বলেন, ‘আমি বলছি না যে আমরা হাইকোর্টকে বিশ্বাস করি না। আমরা বলছি যে রাজ্যের বাইরে স্থানান্তর করে দিন। রাজ্যকে বিশ্বাস করা যায় না।’
কিন্তু শেষমেশ সুপ্রিমকোর্ট রায় দেয় কলকাতা হাইকোর্টেই চলবে মামলা।