বাঙালির জাতীয় শিক্ষক দিবস উদযাপন কলকাতায়

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

WhatsApp Image 2022-12-15 at 1.27.26 PM

গত ৯ই ডিসেম্বর ২০২২ মহীয়সী রোকেয়ার আবির্ভাব ও তিরোধান দিবস উপলক্ষে কলকাতার বইচিত্র সভাঘরে উদযাপিত হল বাঙালির শিক্ষক দিবস। ভূমিপুত্র উন্নয়ন মোর্চা অফ ইন্ডিয়া আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহমেদ হাসান ইমরান, গিয়াসুদ্দিন দালাল, সুরঞ্জন মিদ্দে, সৌমিত্র দস্তিদার, দীপক সাহা, সুমন দাশগুপ্ত, ইসমাইল দরবেশ, সাইফুল্লাহ, গৌতম মণ্ডল, আমজাদ সাহেব প্রমুখ।

অনুষ্ঠানে রোকেয়ার জীবনকথা আলোচনার সাথে সাথে বাঙালি জাতির শিক্ষা বিস্তারে তাঁর ভূমিকা তুলে ধরা হয়। ভূমির তরফ থেকে রোকেয়া স্মারক সম্মাননা প্রদান করা হয় সুরঞ্জন মিদ্দে, আনজুমানারা খাতুন ও মুন্সী আবুল কাশেমকে। অনুষ্ঠানে একটি রোকেয়া স্মরণিকা গ্রন্থও প্রকাশ করা হয়। ভূমির পক্ষ থেকে শেখ আব্দুল মুরাদ, ড. রামিজ রাজা,ওয়াহেদ মির্জা ও ডঃ আবু সাঈদ উপস্থিত ছিলেন। ভূমির গুরুত্বপূর্ণ সদস্য এম. রুহুল আমিন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। ভূমির তরফ থেকে বাংলার সকল বিদ্যালয় ও মাদ্রাসাতে রোকেয়া দিবসে বাঙালির জাতীয় শিক্ষক দিবস পালনের আহ্বান করা হয়।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর