
গতকাল বাঁকুড়ার পুনিশোল উপরডাঙ্গা হাই স্কুলের মাঠে আইএসএফের ডাকে আয়োজিত হল বিশাল জনসভা। এখানে নওশাদ সিদ্দিকীকে কেন্দ্র এবং রাজ্যের বিরুদ্ধে জ্বালাময়ী বক্তৃতা দিতে শোনা গেল। নওশাদ প্রতিবাদ সভা মঞ্চ থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, ‘২০২৬ সালে ভোট চাইতে এলে বলবেন চলে যাও দিল্লিতে গিয়ে ভোটটা নাও’ নওশাদের বক্তৃতা শুনে সাধারণ মানুষদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।

প্রতিবাদ মঞ্চ থেকে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে তীব্র বিরোধিতা করেন আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী। জনগণের উদ্দেশ্যে তিনি জানান বিপদের সময় যে পাশে এসে দাঁড়ায় সেই প্রকৃত বন্ধু। তবে মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের এই বিপদের দিনে পাশে দাঁড়াননি বলে দাবি করেছেন নওশাদ। তিনি এও অভিযোগ করেছেন, তৃণমূল এবং বিজেপি সেটিং করে একে অপরের ভুলগুলোকে সুপরিকল্পিত ভাবে ঢাকার চেষ্টা করছে।