নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মতিথি উপলক্ষে ইংরেজবাজার পৌরসভার উদ্যোগে “পরিছন্নতা বোধে সচেতনতা ও সাফাই অভিযান এবং ক্যারিব্যাগ বর্জন কর্মসূচি উদ্যোগ শহর জুড়ে।
আগামীকাল অর্থাৎ শনিবার নেতাজির জন্মদিন সেদিন যাতে কোন রকমের ময়লা আবর্জনা না থাকে শহর পরিস্কার পরিচ্ছন্ন থাকে সেই লক্ষ্যেই শুক্রবার সকালে মালদা শহরের এল.আই.সি মোড় থেকে সাফাই অভিযান ও সচেতনতা কর্মসূচি শুরু করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার প্রশাসক নিহার রঞ্জন ঘোষ, পৌরসভার কো-অর্ডিনেটর তথা জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চৈতালি ঘোষ সরকার সহ পৌরসভার আধিকারিক ও কর্মচারীগণ।
পৌরসভা কো-অর্ডিনেটর চৈতালি ঘোষ সরকার নিজে হাতে ব্লিচিং পাউডার নিয়ে রাস্তায় ছিটিয়ে সাধারণ মানুষকে সচেতন করে বার্তা দেন যাতে শহরের প্রত্যেক নাগরিকগণ নিজেরাই শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখেন। কেউ যাতে রাস্তায় ময়লা আবর্জনা না ফেলেন। পাশাপাশি ক্যারিব্যাগ যাতে কেউ ব্যবহার না করেন তার জন্য সাধারণ মানুষ সহ ক্রেতা-বিক্রেতাদের সচেতন করেন।