নাইজেরিয়ায় অপহরণের শিকার ১৮৭ জনকে উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। অপহরণকারী অস্ত্রধারী গ্রুপটির বিরুদ্ধে অভিযান চালিয়ে তাদের মুক্ত করা হয়। বৃহস্পতিবার (৭ অক্টোবর) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য জামফারা এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় তাদের। পরে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে।
স্থানীয় পুলিশ জানায়, গত ডিসেম্বর থেকে অঞ্চলটিতে বেড়েছে অপহরণ ও জিম্মির ঘটনা। মূলত স্কুল শিক্ষার্থী, গ্রামবাসী এবং সড়কে যাতায়াতকারী ব্যক্তিদের টার্গেট করে অপহরণকারীরা। পরে তাদের ওপর নির্যাতন চালিয়ে আদায় করা হয় মুক্তিপণ। কেউ প্রতিবাদ করলে বা দিতে অস্বীকার করলে চালানো হয় অমানবিক নির্যাতন। এছাড়া এলাকায় আধিপত্য দেখাতে গ্রামবাসীর ওপর গণহত্যাও চালায় সন্ত্রাসী বিভিন্ন গোষ্ঠী।
নাইজেরিয়া সরকার জামফারাসহ বেশ কয়েকটি অঞ্চলে গত মাসে ইন্টারনেট ও মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। যাতে এসব সন্ত্রাসী গোষ্ঠী তাদের সংঘবদ্ধ না করতে পারে।
সূত্র : ডেইলি ইনকিলাব