নদীয়ার চাপড়া ব্লক ভি.আর.পি সংগঠনের পক্ষ থেকে বি.ডি.ও -এর নিকট ডেপুটেশন

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200817-WA0112

এনবিটিভি, আসিফ খান, নদীয়া: সোমবার চাপড়া ব্লক গ্ৰামীন সম্পদ কর্মী (ভি.আর.পি) সংগঠনের পক্ষ থেকে চাপড়া ব্লক আধিকারিকের নিকট ডেপুটেশন জমা করা হল। ভি.আর.পি সংগঠনের দাবী গুলো হল-
১.আমাদের স্থায়ী করণ করতে হবে৷
২.মাসিক ১৫ হাজার টাকা বেতন চালু করতে হবে৷
৩. ৬২বছর বয়স পযর্ন্ত কাজ করার অনুমতি দিতে হবে৷
৪.স্বাস্থ্য সাথী ও স্বাস্থ্য বিমার আওতাই আনতে হবে এবং
৫.কোভিড এর ডিউটি করতে হয় তাই উপযুক্ত কীটস্ দিতে হবে ।

সূত্রের খবর এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন ভি.আর.পি সংগঠনের ব্লক সভাপতি রোজদুল সেখ ,জেলা সহ সম্পাদক সঞ্জয় হালদার, ব্লক যুগ্ম সম্পাদক অভিজিৎ বিশ্বাস ও নজরুল সেখ ,কোষাধ্যক্ষ রাখাল সেখ সহ প্রায় ৬০ জন ভি.আর.পি। চাপড়া ব্লক আধিকারিক অনিমেষ কান্তি মান্না মহাশয় বিষয়টি ঊর্ধতন কর্তৃপক্ষ কে জানাবেন বলে আশ্বস্ত করেছেন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর