এবার কেজরিওয়ালের এক মন্ত্রীকে তলব ইডির

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

১৭

এবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের পর আরেক মন্ত্রীকে তলব করল ইডি।

জানা যায়, আর্থিক তছরুপের অভিযোগে পরিবহন মন্ত্রী ও আম আদমি পার্টির প্রভাবশালী নেতা কৈলাস গেহলটকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে। ইতিমধ্যে হাজিরার তলব পেয়েই ইডি দফতরে হাজির হয়েছেন তিনি।

আর্থিক তছরুপ প্রতিরোধক আইনে (পিএমএলএ) মন্ত্রীর বয়ান রেকর্ড করতে তাঁকে তলব করা হয়েছে বলে জানিয়েছে। এই মামলায় প্রথমবারের মতো তাকে ডাকা হলো।

ইডির অভিযোগ, পরিবহন মন্ত্রী আবগারি নীতি তৈরির সাথে যুক্ত ছিলেন। দুর্নীতির সঙ্গেও জড়িত ছিলেন।

এর আগে দিল্লি সরকারের ২০২১-২২ সালের আবগারি নীতি ঘিরে কেজরিওয়ালের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ আনা হয়।   ওই নীতিতে বেশ কিছু মদ ব্যবসায়ীকে সুবিধা দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছে। পরে অবশ্য ওই নীতি বাতিল করা হয়েছিল।

এই নীতি করে আম আদমি পার্টির নেতারা ১০০ কোটি টাকা নিয়েছিলেন বলে অভিযোগ ইডির।

এ মামলায় আগেই গ্রেফতার হয়েছেন কেজরিওয়ালের সতীর্থ সাবেক উপমুখ্যমন্ত্রী নেতা মনীশ সিসোদিয়া,  এএপির রাজ্যসভা সদস্য সঞ্জয় সিং ও তেলেঙ্গানার ভারত রাষ্ট্র সমিতির (বিআরএস) নেত্রী কে কবিতাকে। এরপর ২১ মার্চ গ্রেফতার হন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল।

সোমবার পর্যন্ত কেজরিওয়ালকে ইডি হেফাজত থাকার নির্দেশ দিয়েছেন দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর