উত্তর প্রদেশে কৃষক হত্যার প্রতিবাদে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ নওশাদ সিদ্দীকির

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

Screenshot_20211007_172923

এনবিটিভি ডেস্ক : উত্তর প্রদেশের লাখিম পুর খিরিতে কৃষকদের উপর যে অমানবিক নাক্ক্যারজনক অত্যাচার হয়েছে, আজ তার প্রতিবাদ জানিয়ে ইন্ডিয়ান ফারমার্স ফ্রন্টের পক্ষ থেকে কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে এক অবস্থান বিক্ষোভের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তথা সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক পীরজাদা নওসাদ সিদ্দিকী সহ অনেক প্রতিবাদী কণ্ঠ।

 

উওর প্রদেশের লাখিমপুর খেরিতে পরিকল্পিত কৃষক হত্যা”কে তীব্র নিন্দা জানিয়ে পীরজাদা নওসাদ সিদ্দিকী বলেন “ দেশ গঠনে কৃষকদের অবদান অনস্বীকার্য। এটা শুধু মাত্র পরিকল্পিত কৃষক হত্যা নয় বরং দেশ ও দেশের সংবিধানকে হত্যা করার গভীর সড়যন্ত্রের ফল, এই দিনটি ভারতের ইতিহাসে কালো দিন । যেখানে প্রতিবাদ করা সংবিধান স্বীকৃত সেখানে প্রতিবাদী কণ্ঠকে রোধ করার চেষ্টা। এতোটা দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরেও হত্যা কারি দেরকে এখন অ্যারেস্ট করা হয়নি।

আমরা চাই, এই পরিকল্পিত হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদেরকে যথা উপুযুক্ত সাস্থি হোক। অপরাধকারি বিধায়কের ছেলে হোক না কেনো , আইন সকলের জন্য সমান’।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর