ডোমকলঃ বেতন বৈষম্যে ও অন্যায়ভাবে বদলির প্রতিবাদে বিক্ষোভ মুর্শিদাবাদের ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালের নার্সদের। সোমবার সকাল দশটা থেকে বেলা ১২টা পর্যন্ত ডোমকল হাসপাতালের সামনে অবস্থান বিক্ষোভ করেন তাঁরা।
এদিন বিক্ষোভ মিছিলে নার্সদের সঙ্গে রোগীদের দুর্ব্যবহার ও বেতন কাঠামো নিয়েও ধিক্কার জানান তাঁরা। নার্সদের পাশাপাশি এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন ডোমকল নার্স ইউনিটের অফিসার রাজেশ দাস।