বিশ্বকাপে পুরস্কার মূল্য হিসেবে ভারতের থেকে ৬ গুন বেশি অর্থ পেল বাবর আজামরা

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

WhatsApp-Image-2021-07-16-at-4.29.46-PM

 

নিউজ ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরে এসে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতলো অস্ট্রেলিয়া। রবিবার রাতে দুবাইয়ে হওয়া সপ্তম টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়া ৮ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ডকে। আর এই শিরোপা জিতে ১৬ লাখ মার্কিন ডলার প্রাইজমানি পেয়েছে অস্ট্রেলিয়া। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১২ কোটি টাকা।

 

গত মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে পুরো টুর্নামেন্টের জন্য ৫৬ লাখ ডলারের প্রাইজমানি ঘোষণা করেছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। চ্যাম্পিয়ন হয়ে বেশিরভাগ টাকাই পকেটে ভরেছে অস্ট্রেলিয়া।

 

অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে হেরে আসরের রানার্স-আপ দল নিউজিল্যান্ড। সবমিলিয়ে কিউইরা পেয়েছে ৯ লাখ ৬০ হাজার ডলার বা ৬ কোটি টাকা।

 

সেমিফাইনালে ছিটকে যাওয়া বাবর আজমের পাকিস্তান ও ইয়োইন মরগানের ইংল্যান্ড পেয়েছে ৩ কোটি টাকা করে পেয়েছে আইসিসির কাছ থেকে।

সুপার টুয়েলভ থেকে ছিটকে পড়া শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ভারত-নামিবিয়া-স্কটল্যান্ড, বাংলাদেশ-আফগানিস্তান পুরস্কার মানি হিসেবে ৫২ লাখ টাকা করে পায়।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর