সময় যত যাচ্ছে রাজনৈতিক বিতর্কের জট ততই জটিল হচ্ছে। দ্বিতীয় দফা নির্বাচনের জন্য ভোট প্রচার চলছে তীব্র গতিতে। মাঠে নেমেছেন তারকারা। এরই মধ্যে ভাইরাল তারকা নুসরাত জাহানের বিতর্কিত ভিডিও ঘিরে উত্তাল সোশ্যাল মিডিয়া। ভিডিওতে দেখা যাচ্ছে নির্বাচনী প্রচারে বেরিয়েছেন নুসরাত। দলের কর্মীরা তাঁকে বলছেন আরও কিছুক্ষণ রাস্তায় থেকে প্রচার করার জন্য। কিন্তু একঘন্টা ধরে প্রচারের পর ক্লান্ত সাংসদ আর রাজি নন থাকতে। তা সত্ত্বেও কর্মীরা জোর করলে তিনি মেজাজ হারিয়ে নেমে পরেন গাড়ি থেকে, বলেন: “মুখ্যমন্ত্রীর জন্যও এত করিনা”। তারকা সাংসদের 25 সেকেন্ডের এই ভিডিও ঘিরে জল্পনার সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়ায়।