এনবিটিভি ডেস্কঃ দরজায় কড়া নাড়ছে দুর্গাপুজো। আর তার আগে বিশেষ উদ্যোগ নিল মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার পুলিশ।
জানা গিয়েছে, শনিবার দৌলতাবাদ থানার ওসি দেবাশীষ ঘোষ ও তাঁর সহকর্মীরা মিলে সকাল থেকে বিভিন্ন এলাকা ঘুরে দঃস্থ ও অসহায় মানুষদের হাতে শাড়ি, জামা তুলে দেন দুর্গাপুজো উপলক্ষে। এদিন ৮০ জন মানুষের হাতে পোশাক তুলে দিয়েছেন বলে জানা গিয়েছে।
শুধু আজকেই নয়, বিভিন্ন সময় বিভিন্ন কাজের উদ্যোগ নেওয়ার জন্য যথেষ্ট সুনাম রয়েছে ওই ওসির।