Friday, April 18, 2025
23 C
Kolkata

কর্মরত নার্স, ডাক্তার, এবং পুলিশ কর্মীকে মারধর করে গ্রেপ্তার ওসি

“হিসেবটা ঠিক মিলছে না রে তোপসে”। হেডিং পড়া মাত্রই এই বিখ্যাত ডায়লগটি প্রথম মাথায় এলো তাই না ? ঘটনাটি অবিশ্বাস্য হলেও বাস্তব।

গুন্ডামির অভিযোগ এবার পুলিশের বিরুদ্ধে। মুর্শিদাবাদের লালগোলা সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে গুন্ডামি করে বসে পুলিশ অফিসার। হাসপাতালে উপস্থিত কর্মরত চিকিৎসক, নার্সদের মারধরের অভিযোগ ওঠে, বাদ যায়নি পুলিশ কর্মীরাও। এই ঘটনার জেরে শুরু হয় পুলিশি তদন্ত। পুলিশ প্রাথমিক তদন্তের পর, বীরভূম জেলা ক্রাইম রেকর্ডস ব্যুরোর ওসি পদে নিযুক্ত আশরাফুল শেখকে গ্রেপ্তার করে।

ঘটনা প্রসঙ্গে, বীরভূম জেলা ক্রাইম রেকর্ডস ব্যুরোর ওসি সহ মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ওসির পরিবারের কিছু সদস্যকে। ঘটনায় উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, মঙ্গলবার রাতে ক্রাইম রেকর্ডস ব্যুরোর ওসি নিজের মাকে নিয়ে লালগোলা কৃষ্ণপুর হাসপাতালে পৌঁছন চিকিৎসার উদ্দেশ্যে। এরপর সরকারি হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলেন স্বয়ং বীরভূম জেলা ক্রাইম রেকর্ডস ব্যুরোর ওসি। এরপর তিনি ক্ষুব্ধ হয়ে কর্তব্যরত চিকিৎসা কর্মী, নার্স এমনকি পুলিশকর্মীদের মারধর করেন। তার মারের প্রভাবে লালগোলা থানার সাব-ইন্সপেক্টর দেবব্রত দত্ত সহ থানার আর এক সাব-ইন্সপেক্টর কল্যাণ সাধন, জখম হন।

এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সেখানে স্পষ্টত দেখা যাচ্ছে, অভিযুক্ত ওসির স্ত্রী প্রিয়াঙ্কা বিবি, লালগোলা থানার ওসি অতনু দাসের কলার ধরে মারধর করছে। এমনকি সরকারি হাসপাতালে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে ধৃতের বিরুদ্ধে। এই ঘটনার অপরাধে সাসপেন্ড করা হয়েছে বীরভূম জেলা ক্রাইম রেকর্ডস ব্যুরোর ওসি আশরাফুল শেখকে।

Hot this week

মুর্শিদাবাদের রেললাইনের ধারে বোমা রেখে পালাতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল দুই যুবক

প্রতিনিয়ত ঘটে যাওয়া ঘটনার কারণে বারংবার মুর্শিদাবাদের নাম উঠে...

উর্দু ভাষার অস্তিত্ব টিকিয়ে রাখতে, আদালতে দায়ের হওয়া মামলা খারিজ করল উচ্চ আদালত

বিখ্যাত রক তারকা রুপম ইসলাম লিখেছিলেন, 'ভাষা কোন অবোধ...

কেন শতাব্দী রায় লোকসভায় ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কোনো পক্ষেই ভোট দিলেন না?

কেন শতাব্দী রায় লোকসভায় ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কোনো...

Topics

মুর্শিদাবাদের রেললাইনের ধারে বোমা রেখে পালাতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল দুই যুবক

প্রতিনিয়ত ঘটে যাওয়া ঘটনার কারণে বারংবার মুর্শিদাবাদের নাম উঠে...

কেন শতাব্দী রায় লোকসভায় ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কোনো পক্ষেই ভোট দিলেন না?

কেন শতাব্দী রায় লোকসভায় ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কোনো...

ছত্তিশগড়ের রায়পুরে চার্চে হামলা : বজরং দলের অভিযুক্ত, পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন

ছত্তিশগড়ের রায়পুরে ওয়াআরএস কলোনিতে প্রায় ২০ বছর আগে তৈরি...

“শুভ নয় এই নববর্ষ” – চাকরি হারানোদের প্রতিবাদ মিছিল কলকাতা ও দিল্লিতে

নববর্ষের দিনে, মঙ্গলবার সন্ধ্যায়, কলকাতার রাস্তায় নামলেন বহু চাকরিহারা...

Related Articles

Popular Categories