অমিক্রোনে বেশি আক্রান্ত হবে শিশুরাই, দাবি বিশ্ব স্বাস্থ্য সংস্থার

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

omicron-covid-19-variant-symptoms-transmission-vaccines-efficacy-and-other-details

 

করোনার নতুন ভেরিয়েন্ট অমিক্রনে বেশি আক্রান্ত হতে পারে শিশুরাই এমনি সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথনের। তিনি জানান , প্রথম সংক্রমণের ৯০ দিন পরে ডেল্টা ভেরিয়েন্টের তুলনায় অমিক্রন ভেরিয়েন্টের আক্রান্ত হওয়ার ঝুকি তিনগুন বেশি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভাইরাসটির নতুন নতুন রূপের সূচনা হচ্ছে। দক্ষিণ আফ্রিকায় অমিক্রন ভেরিয়েন্টের আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে।

জানাগিয়েছে, দক্ষিণ আফ্রিকায় বেশিরভাগ শিশু ট্রেনে আক্রান্ত হচ্ছে। দক্ষিণ আফ্রিকা করোনা পরীক্ষার হার বাড়িয়েছে। ফলে আরও বেশি সংখ্যায় আক্রান্তের খোঁজ মিলছে।
কোভিড মোকাবিলায় নতুন চিকিৎসা ব্যাবস্থারও সন্ধান পাওয়া গেছে।

গোটা বিশ্বে এখনও পর্যন্ত ৭.৫ বিলিয়নেরও বেশি ডোজ দেওয়া হয়েছে, টিকা আবিষ্কারের পর থেকে। দরিদ্র দেশ গুলিতে টিকার অভাব রয়েছে, সেখানে দ্রুত টিকা দেওয়ার কর্মসূচি চালু করা গেলেই করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মুক্তি পাবে বিশ্ব।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর