মালদা: মহরমের উৎসবে মাতলেন মালদা জেলার নব নিযুক্ত তৃণমূল সভাপতি তথা মালতিপুরের বিধায়ক আবদুর রহিম বক্সি। বৃহস্পতিবার রাতে রতুয়ার বাহারালে ইমামবাড়ি মাঠে লাঠি খেলে মহরম উদযাপন করলেন। লাঠি ঘোরানোর পাশাপাশি উপস্থিত জনতার সঙ্গে লাঠি খেলাতেও অংশ নেন তিনি।
Popular Categories