এনবিটিভি ডেস্ক: শিশু দিবস উপলক্ষে সম্পূর্ণ ফুটপাতে বসেই বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করল আলোর দিশা নামক এক সংগঠন। এর পাশাপাশি কবিতা, আবৃত্তিরও আয়োজন করে তারা। সঙ্গে পথশিশুদের জন্য বিরিয়ানি খাওয়ারও ব্যবস্থা করে।
এই সংগঠনের মূল মন্ত্র করুণা নয়, ভালোবাসার টানে এগিয়ে আসুন। সংগঠনের মূল লক্ষ্য পথশিশুদের শিক্ষার আঙিনায় ফিরিয়ে আনা।
এদিন উপস্থিতি ছিলেন বিশিষ্ট চিত্র পরিচালক রাজ ব্যানার্জি, বিশিষ্ট সমাজসেবী গোলাম হাবিব ও বিশিষ্ট সমাজসেবিকা শাস্বতী পাল, বিশিষ্ট শিক্ষাবিদ অজয় দে, বিশিষ্ট শিক্ষক রফিকুল ইসলাম ও স্থানীয় নিউ হোটেল রয়েলের ম্যানেজার সৌমেন পাল প্রমুখরা।