ইসলাম গ্রহণ করলেন ব্রিটিশ কনসাল জেনারেল,মসজিদে নববিতে সেলফি ‘সাইফ’এর

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

SAIF

এনডিটিভি ডেস্কঃ চলতি মাসে সৌদি আরবের জেদ্দায় নিযুক্ত ব্রিটিশ কনসাল জেনারেল ইসলাম গ্রহণ করেছেন। মুসলিম হওয়ার পর নাম পরিবর্তন করে তিনি সাইফ আশার নাম রাখেন। নিজের ভেরিফাইড টুইটারের নামও পরিবর্তন করেন। 

সৌদি আরবের মদিনায় পবিত্র মসজিদে নববি প্রাঙ্গণে তোলা ছবি সাইফ নিজের টুইটারে প্রকাশ করেন। এরপর তা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। এর আগেও তিনি কয়েকটি ছবি প্রকাশ করেছিলেন। 

টুইট বার্তায় তিনি লিখেন,আমি অত্যন্ত আনন্দিত যে, আমার প্রিয় শহর মদিনায় ফিরে এসেছি এবং মসজিদে নববিতে ফজর নামাজ আদায় করতে পেরেছি।

ব্রিটিশ কূটনীতিকদের ইসলাম গ্রহণের বিষয়টি এবারই প্রথম নয়। এর আগে ২০১১ সালে সৌদিতে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত সাইমন কলিস ইসলাম গ্রহণ করেছিলেন। ২০১৬ সালে সস্ত্রীক তাঁর হজ পালনের খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এসেছিল। 

সাইমন কলিস ।

 

সেই সময় সৌদি সংবাদ মাধ্যম আরব নিউজকে তিনি বলেছিলেন, আমি ইসলাম গ্রহণ করেছি। আমি মুসলিম সমাজে দীর্ঘ ৩০ বছর কাটিয়েছি। এরপর আমার সঙ্গে হুদা আল মুজারকিসরে সঙ্গে বিবাহ সম্পন্ন হয়। 

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর