পশ্চিম বর্ধমান আসানসোল বরাকর নদীর মাইথন সংলগ্ন আহ্লাডিহির বৃন্দাবনী ঘাটে স্নান করতে গিয়ে তলিয়ে গেল তিন যুবক। তিনজনকেই উদ্ধার করা সম্ভব হলেও তাদের মধ্যে মৃত্যু হল একজনের। সালানপুর থানার রুপনারায়নপুর এর কনভেন্ট স্কুল এর একাদশ শ্রেণীর ছয় ছাত্র রবিবার স্নান করতে গিয়েছিল বৃন্দাবনী ঘাটে। এই সময় তাদের মধ্যে তিন জনকে ডুবতে দেখে স্থানীয় মানুষজন। তিন জনকে উদ্ধার করা সম্ভব হয়। উদ্ধার করে অসুস্থ অবস্থায় তাদের পিঠা কিয়ারি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা যশরাজ তেওয়ারী নামের একজনকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
Related articles