নিজস্ব সংবাদদাতা: বাঘের আক্রমণে আহত হলেন এক মৎস্যজীবী। আহত ওই মৎস্যজীবীর নাম আশিস দাস। ঘটনাটি ঘটেছে সুন্দরবনের নেতিধোপানি জঙ্গলে। আহত ওই মৎস্যজীবীর বাড়ি গোসোবা ব্লকের বালি দ্বীপে। আশঙ্কাজনক অবস্থায় গোসাবা হাসপাতালে আনা হয়েছে চিকিৎসার জন্য।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, তিনজন মৎস্যজীবীর একটি দল রবিবার মাছ ধরতে যায় নেতিধোপানি জঙ্গলের লাগোয়া একটি খালে। সন্ধ্যা বেলা মাছ ধরার সময় হঠাৎই বাঘ ঝাঁপিয়ে পড়ে এই মৎস্যজীবী দলটির উপরে। একজন কে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে জঙ্গলের দিকে। অন্য সঙ্গীরা বাঘের মুখ থেকে লড়াই করে তাকে ছাড়িয়ে নিয়ে আসে। স্থানীয় পার্শ্ববর্তী বনদপ্তরের অফিসের খবর দেওয়া হয়। ব্যাঘ্র প্রকল্পের কর্মীরা তড়িঘড়ি স্পিড বোটে করে নিয়ে আসে গোসোবা হাসপাতালে। সেখানেই তার চিকিৎসা চলছে। অবস্থা আশঙ্কাজনক। শরীরের বিভিন্ন অংশে বাঘের কামড়ের দাগ আছে। মাথায় একাধিক স্লাই পড়েছে।