সুরজিৎ দাশ, নদীয়া: নদীয়ার শান্তিপুরের নিকট 34 নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথদুর্ঘটনা। ঘটনাস্থলেই মৃত্যু লরি চালকের। গুরুতর জখম আরো এক ভর্তি হসপিটালে।
সূত্রের খবর,বৃহস্পতিবার সকালে কৃষ্ণনগর থেকে আলু লোড করে শান্তিপুরের দিকে আসছিল একটি ছয় চাকার লরি। শান্তিপুর পাঁচপোতা 34 নম্বর জাতীয় সড়কের উপরে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পার গাড়ির পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে ছয় চাকার লরিটি সজোরে ধাক্কা মারে।ঘটনাস্থলেই মৃত্যু হয় লরি চালকের, এছাড়াও লরিটি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়।
জানা যায় মৃত লরি চালকের নাম রাজেন দাস,বয়স আনুমানিক 29 বছর।বাড়ি শান্তিপুর রামনগর তেলিপাড়া এলাকায়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ।মৃতদেহটি উদ্ধার করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত লরি টিকে উদ্ধার করে। যদিও সাতসকালে কিভাবে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটলো এবং লরি চালক মদ্যপ অবস্থায় ছিল কিনা? জানতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।