আসানসোলে গেস্ট হাউসে সাংগঠনিক বৈঠক INTTUC- এর

উজ্জ্বল দাস, আসানসোল: আসানসোলের সেন রালে রোডের উপর ADDA -এর গেস্ট হাউসে INTTUC -এর সাংগঠনিক বিষয়ে এক বৈঠক অনুষ্ঠিত হলো।

 

রবিবারের এই বৈঠকে মন্ত্রী মলয় ঘটক, INTTUC এর রাজ্য সভাপতি ঋতব্রত ব্যানার্জি, INTTUC পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি অভিজিৎ ঘটক, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি বিধান উপাধ্যায় সহ জেলার অনান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন।

জানা গিয়েছে, এদিনের বৈঠকে এই জেলায় INTTUC সংগঠন আরও শক্তিশালী করতে বেশকিছু আলোচনা করা হয়েছে।এর পাশাপাশি শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আলোচনা করা হয়েছে।সব মিলিয়ে আগামী দিনে এই জেলায় সংগঠনকে মজবুত করার লক্ষ্যে সকলকেই এক হয়ে কাজ করার বার্তা দেওয়া হয়েছে।

Latest articles

Related articles