পাথারকান্দিতে শহিদ কমরুল হকের মুর্তি প্রতিষ্ঠার প্রস্তাব ওঠালো সর্বধর্ম সমন্বয় সভা

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20201021-WA0010

পাথারকান্দি,২১ অক্টোবরঃ

পাথারকান্দি বিএড কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা তথা মানবদরদী জননেতা ‘জাতীয় শহিদ’ অধ্যাপক কমরুল হকের প্রতিকৃতি প্রতিষ্ঠার প্রস্তাব তুললো বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভা’র কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ। পাথারকান্দি কলেজে আয়োজিত প্রয়াত কমরুল হকের ২২ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ ও সর্বধর্ম প্রার্থনা সভায় বক্তব্য রাখতে গিয়ে সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেন এই প্রস্তাব উত্থাপন করেন। বলেন, কলেজ কর্তৃপক্ষ মুর্তি প্রতিষ্ঠার উদ্যোগ নিলে সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দেবে সর্বধর্ম সমন্বয় সভা। প্রয়াতের কর্মময় জীবন সংগ্রাম পুস্তক আকারে প্রকাশ এবং স্কুল-কলেজের পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির প্রচেষ্টা চালানোর পরামর্শও দেন তিনি। বক্তব্য শেষে শহিদ কমরুল হকের ছবিযুক্ত একখানা স্মরণিকা কলেজ পরিচালনা সমিতির সভাপতি শিক্ষাবিদ আহমদ হোসেন ও কলেজের অধ্যক্ষ ড. মঞ্জুরুল হকের হাতে তুলে দেন আমির হোসেন। সেখান থেকে ফেরার পথে পাথারকান্দি জুনিয়র গার্লস কলেজে আমসা’র স্থানীয় শাখা কমিটির ব্যবস্থাপনায় প্রয়াতের স্মরণে আরেকটি কোরান খতম ও দোয়ার মাহফিলে অংশগ্রহণ করেন সংস্থার সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেন, সদস্য আহাদ উদ্দিন সহ আরো অনেকেই।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর