নিউজ ডেস্ক : মুখ্যমন্ত্রীর খুব কাছের ব্যক্তিত্ব হওয়া সত্বেও এবারের বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে পারেননি রায়দিঘি বিধানসভা আসন থেকে গত দুই বারের বিজয়ী তৃণমূল নেত্রী অভিনেত্রী দেবশ্রী রায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হওয়া সত্বেও কেন তিনি টিকিট পেলেন না এই নিয়ে রাজনৈতিক অঙ্গনে জল্পনা সৃষ্টি হয়েছিল। তারপর তিনি গেরুয়া শিবিরে নাম লিখেছেন। এবার রায়দিঘিতে গিয়ে দেবশ্রীকে টিকিট না দেওয়ার প্রকৃত কারণ শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায়। মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিলেন, মানুষের মনে ক্ষোভ ছিল তার ব্যাপারে। আমার কানে সব কথা পৌঁছায়। সেজন্য তাকে টিকেট দিইনি।
উল্লেখ্য রায়দিঘি বিধানসভা কেন্দ্রে বেশ কয়েকবারের বিজয়ী জনপ্রিয় বাম নেতা কান্তি গাঙ্গুলি কে হারিয়ে ২০১১ এবং ২০১৬ সালে পরপর দুইবার বিজয়ী হয়েছিলেন এই অভিনেত্রী। কিন্তু বিজয়ী হলেও তিনি নিয়মিত সাধারণ মানুষের পাশে দাঁড়াতেন না বলে অভিযোগ পাওয়া যায় স্থানীয়দের কাছে। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠকের উপস্থিত হয়ে ও ওই এলাকায় তার উন্নয়নের হিসাব দেখাতে পারেননি তিনি। সে জন্যই তাকে এবারের নির্বাচনে তৃণমূলের মুখ করতে চায়নি দল।