তিনি যে একুশের ভোটের আগে নতুন দল করতেন চাইছিলেন আগেই জানিয়েছিলেন ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে নতুন নাম ঘোষণা করে দিলেন আব্বাস সিদ্দিকী। আব্বাস সিদ্দিকীর নতুন দলের নাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আই এস এফ)।
এদিন আব্বাস সিদ্দিকী আরোও জানান ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কার্যকরী কমিটির চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। দলের সভাপতি শিমুল সোরেন। এদিন দল ঘোষণা করে আব্বাস সিদ্দিকী বলেন, আয়এসএফ- এর লড়াই সামাজিক ভাবে অনগ্ৰসর সমস্ত অংশের মানুষের জন্য।
আব্বাস সিদ্দিকীর কথায় আদিবাসী, তপশিলি নিম্ন বর্ণের হিন্দু যাদের কাছে এখনো উন্নয়নের ছিটেফোটাও পৌঁছায়নি তাদের হয়ে লড়াই করবে নতুন দল।
আয়এসএফ– এর তরফে প্রেস বিবৃতিতে বলা হয়েছে সংবিধানের মৌলিক অধিকার, ধর্মনিরপেক্ষতার উপর আক্রমণ হচ্ছে। উই দ্য পিপল-এর ধারণা ভূলুণ্ঠিত হতে বসেছে। এই পরিস্থিতিতে তাই নতুন লড়াই শুরু করতে চলেছে এই দল। যার মূলকথা নামেই নিহিত, ধর্নিমরপেক্ষতা।