নিউজ ডেস্ক : সোরাব হোসেনের ওপর পুলিশের বর্বরতার প্রতিবাদে আজ ডেপুটি ম্যাজিস্ট্রেটকে ডেপুটেশন দিতে যাওয়ার পথে পুলিশের হাতে আক্রান্ত হন বহু বিশিষ্ট ব্যক্তি। বেশ কয়েকজন আহত হয়েছে এই ঘটনায়। ভবানীপুর থানার পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে। তবে পরে তাদেরকে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে। তাদেরকে প্রথমে হেফাজতে নেওয়া হচ্ছে বলে জানান হলেও পরে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। তবে কোন ধারায় তাদের এই গ্রেফতারি তা এখনও জানা যায়নি।
অধিকার, এপিডিআর, পপুলার ফ্রন্ট, বন্দিমুক্তি কমিটি, একুশের ডাক, সেভ ডেমোক্রেসির সহ বেশকিছু সংগঠনের ডাকে এই ডেপুটেশন কার্যক্রমে অংশগ্রহণ করা ব্যক্তিদের মধ্যে পনেরো জনকে গ্রেপ্তার করে লালবাজার নিয়ে গিয়েছে পুলিশ। পুলিশের লাঠির আঘাতে আইনজীবী আনিসুর রহমান এর হাতে ভীষন চোট লেগেছে বলে জানা গিয়েছে। সুরাফ হোসেনের ঘটনায় আজ হাজরা মোড় থেকে মিছিল করে ডেপুটি ম্যাজিস্ট্রেটকে দেওয়ার কথা ছিল।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্য নাতাশা খান, শাওন দাস, জুবি সাহা, দেবাঞ্জন চক্রবর্তী, আনিসুর রহমান, রঞ্জিত শুর, জগদীশ সরদার,সরোজ মন্ডল, নবকুমার বিশ্বাস, দেবাশীষ ভট্টাচার্য, তায়েদুল ইসলাম, সুমিত ঘোষ, চঞ্চল চক্রবর্তী, আদবাব আলম, রাজেশ ফকির,, ইলিয়াস গাজি সহ আরো অনেকে। তাদেরকে গ্রেফতার করার পর তাদের ফোন কেড়ে নেওয়া হয়। তবে পরে তা ফেরত দেয় পুলিশ। শেষ সংবাদ পাওয়া পর্যন্ত জানা গিয়েছে তাদেরকে জামিনযোগ্য ধারায় গ্রেফতার করা হয়েছে। আজকেই সবাইকে মুক্তি দেওয়া হবে আশাবাদী সংগঠনগুলোর কর্মকর্তারা।