এনবিটিভি,পশ্চিম বর্ধমান: আসানসোলের কুলটি থানার অন্তর্গত সীতারামপুর মেলাকলা রোডের রেল টানেলের কাছ থেকে নিয়মতপুর ফাঁড়ির পুলিশ শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া পাঁচজন সশস্ত্র দুষ্কৃতিকে গ্রেফতার করে। উদ্ধার হয় একটি বন্দুক, একটি রাউন্ড কার্তুজ, একটি ভোজলি ও দুটি ছুরী সহ লাইলনের দড়ি।
ধৃত ওই পাঁচজন দুষ্কৃতির মধ্যে চারজনের বাড়ি কুলটিথানার বিভিন্ন এলাকায় ও একজনের বাড়ি মুর্শিদাবাদের লালগোলা অঞ্চলের বলে পুলিশ সূত্রে খবর। আজ ধৃত পাঁচজনকে আসানসোল আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে খবর, তদন্তের স্বার্থে ধৃতদের পুলিসি হেফাজতে নেওয়া হবে।
গ্রেপ্তার হওয়া ধৃত ওই পাঁচজনের নাম যথাক্রমে-নশিম খান (২৮), রামজান শেখ (৩৬), রাজীব বাউরী (২৮), রাজা বাদ্যকর (১৮),সাক্ষী গোপাল ধীবর (২২)। পুলিশের এই সফলতাকে সাধুবাদ জানিয়েছেন জেলার একাংশ।