পরীক্ষা বয়কট করে বিক্ষোভ পলিটেকনিক ছাত্রছাত্রীদের!

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG_20220216_154948

পশ্চিম বর্ধমান,এনবিটিভি ডেস্ক: অফলাইন পরীক্ষা বয়কট করলো নজরুল সেন্টেনারী পলিটেকনিক কলেজের ছাত্র ছাত্রীরা।কলেজের সামনে বসে পরীক্ষা বয়কটের বোর্ড হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করল পলিটেকনিকের ছাত্র ছাত্রীরা।তাদের দাবি,অনলাইন পরীক্ষা নেওয়া হোক না হলে তাদের সিলেবাস শেষ করে অফলাইনে পরীক্ষা নেওয়া হোক।তাছাড়া তারা কেউ পরীক্ষা দেবে না বলে দাবি করেন।

আজ থেকে সব প্রথম বর্ষের ছাত্রছাত্রীরা এবং পরশু থেকে তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীরা পরীক্ষা বয়কট করে।পরীক্ষা বয়কটের একটি লিখিত স্মারকলিপি প্রধান শিক্ষকের হাতে তুলে দেওয়া হয়। এই প্রসঙ্গে কলেজের প্রথম বর্ষের ছাত্রী বর্ষা বাউরি বলেন, “করোনা কালে অনলাইনে ক্লাস করে হঠাৎ জানানো হয় যে আমাদের অফলাইনে পরীক্ষা নেওয়া হবে।এই বিষয়ে জানার পরই আমরা প্রধান শিক্ষকে একটি লিখিত আবেদন করে বলি আমাদের অনলাইনে পরীক্ষা নেওয়া হোক কিন্তু কোনো সুরাহা হয়নি।সিলেবাস শেষ না করে কি ভাবে অফলাইন পরীক্ষাদেব?পরীক্ষায় কি লিখবো?প্রাক্টিক্যাল ক্লাস ঠিক মত হয়নি আর প্রাক্টিক্যাল হলো আমাদের সব”।

এই প্রসঙ্গে কলেজের প্রধান শিক্ষক ডাক্তার মহাম্মদ ফারুক আলি বলেন,” ছাত্র ছাত্রীদের সমস্যার কথা এর আগেও আমি উচ্চ আধিকারিকদের কাছে জানিয়েছি।আজ আমাদের তরফে পরীক্ষা নেওয়ার সব ব্যবস্থা করা হয়।কিন্তু আজ থেকেই ছাত্রছাত্রীরা পরীক্ষা বয়কট করে,আমার কাছে একটা লিখিত দিয়েছে সেই বিষয়ে আমি উচ্চতম সব আধিকারিকদের জানাবো”।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর