তৃণমূলে যোগদান করলেন জনপ্রিয় অভিনেতা সৌরভ দাস

নিউজ টুডে : এবার আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন টলিউডের প্রখ্যাত জনপ্রিয় অভিনেতা সৌরভ দাস। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল বদল এর মরসুমে তৃণমূল কংগ্রেসই সবথেকে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে দলবদল এর জেরে। তবে এবার তারই মধ্যে একটু আশার খবর তৃণমূল শিবিরে। টলিপাড়ার এই অভিনেতা আনুষ্ঠানিকভাবে নাম লেখালেন তৃণমূল কংগ্রেসে।

টিভি ধারাবাহিক ‘বয়েই গেল’র মাধ্যমে নিজের অভিনয় জীবন শুরু করেন সৌরভ। ধীরে ধীরে নিজেকে প্রতিষ্টা করেন ‘গ্যাংস্টার’, ‘ফাইনালি ভালবাসা’, ‘সোয়েটার’, ‘চিনি’র মতো সিনেমাগুলোর মাধ্যমে। সিনেমার চেয়েও সৌরভের জনপ্রিয়তা ওয়েব দুনিয়ার দর্শকের কাছে বেশি। ‘চরিত্রহীন’-এর সতীশ, ‘মন্টু পাইলট’-এর মন্টু থেকে ‘রহস্য রোমাঞ্চ সিরিজ’-এর মরা, প্রত্যেক চরিত্রে দর্শকদের ভালবাসা পেয়েছেন। সৌরভের অভিনয়ের প্রশংসা করেন টলি পাড়ার অনেক তারকাই।

 

সৌরভ যে রাজনীতিতে যোগ দেবেন, সেই খবর ছড়িয়েছিল অনেক আগেই। অভিনেতার জন্মদিনে নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছিলেন, আগে থেকে তাঁর পক্ষে কিছু বলা সম্ভব নয়। যখন নিজে জানবেন, তখনই প্রকাশ্যে জানাবেন। সেই উত্তরে রাজনীতিতে যোগ দেওয়ার কথা সরাসরি বলেননি ঠিকই তবে রাজনীতির আঙিনায় তিনি যে পা রাখতে চলেছেন, সে কথাও অস্বীকার করেননি সৌরভ। তারপরই সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে কথা বলতে গিয়ে আবার বলেছিলেন, “এখন যে অবস্থায় দাঁড়িয়ে আছে, তাতে সবকিছুই প্রচণ্ড ঘাঁটা। আর সেটাই হওয়ার কথা আর কি! সামনে ভোট, এখন অনেক কাদা ছোঁড়াছুড়ি হবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি জানি, সবকিছু ঠিকই থাকবে। আলটিমেটলি একটা জিনিস বিশ্বাস করি যে হৃদয় দিয়ে কাজ করলে সবকিছু ঠিকই হয়। আমি জানি যে বাংলা বেঁচে উঠবে, বাংলা ভাল থাকবে।” এই বিশ্বাস নিয়েই এবার তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন অভিনেতা। বাংলার রাজনীতিতে টলিউড তারকাদের উপস্থিতি নতুন নয়। দেব, নুসরত জাহান, মিমি চক্রবর্তী, সোহম চক্রবর্তীদের নামের পাশে এবার যুক্ত হল সৌরভের নামও।

Latest articles

Related articles