নারদ মামলায় মমতার হলফনামা জমা নিতে হাইকোর্টকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

এনবিটিভি ডেস্ক : নারদ মামলায় তৃণমূলের নেতা-মন্ত্রীদের গ্রেফতারের পর মুখ্যমন্ত্রীর সিবিআই অফিসে ছুটে যাওয়া এবং তা নিয়ে আদালতের অবস্থান নিয়ে কলকাতা হাইকোর্টে হলফনামা জমা দিতে চেয়ে আবেদন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী । কিন্ত সেই হলফনামা জমা দেওয়ার আবেদন খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। এই প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আইনমন্ত্রী মলয় ঘটক । আজ তাঁদের দুজনের হলফনামা জমা নিতে কলকাতা হাই কোর্টকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

গত ৯ জুন এই মামলার শুনানি চলাকালীন হলফনামা জমা নেওয়ার জন্য হাইকোর্টে আবেদন করেন মমতার আইনজীবী রাকেশ দ্বিবেদী। কিন্তু আদালত সেই আবেদন খারিজ করে দেয়।হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল এবং বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় তখন জানিয়েছিলেন, এক পক্ষের সওয়াল শেষে নতুন করে হলফনামা নিলে তার উপর ফের আলোচনা হবে। তাই তখন মুখ্যমন্ত্রীর হলফনামা জমা নেওয়া হল না।

এরপরই হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন মমতা। শুক্রবার সুপ্রিমকোর্ট সেই হলফনাম জমা নিতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্টকে। আগামী ২৯ জুন নারদ মামলার শুনানি রয়েছে হাই কোর্টে। সুপ্রিম কোর্টের এই নির্দেশের ফলে ২৮ জুন হলফনামা জমা দেওয়ার আবেদন করতে পারবেন মমতা।

Latest articles

Related articles