বিশিষ্ট সমাজসেবীর উদ্যোগে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200806-WA0033

এনবিটিভি, সফিকুল আলম, মালদা,০৬ আগস্ট :‌ এ‌ বছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দিলেন রতুয়ার বিশিষ্ট সমাজসেবী শেখ ইয়াসিন।
বৃহস্পতিবার সকাল ১১ টা‌ নাগাদ রতুয়া-১ নং ব্লকের বিদ্যাসাগর ভবনে এই সংর্বধনা সভা অনুষ্ঠান হয়।

মালদা জেলার রতুয়া-১ নং ব্লকের অন্তর্গত সমস্ত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উত্তীর্ণ কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে ইয়াসিনবাবু তুলে দেন একটি করে সংশাপত্র, ট্রফি,ডায়েরি ও শব্দকোষ সহ নানান শিক্ষা সামগ্রী।

এদিন এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলার অতিরিক্ত জেলাশাসক বিকাশ চন্দ্র সাহা, জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল, রতুয়া-১ নং ব্লকের বিডিও সারওয়ার আলম, মালদা জেলার তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেলের প্রেসিডেন্ট মোশারফ হোসেন ও হরিশ্চন্দ্র পুরের বিশিষ্ট সমাজসেবী বুলবুল খান সহ একাধিক নেতা নেতৃত্বরা।

সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীরা ডিগ্ৰী কলেজের দাবি তুলে বলেন রতুয়া এলাকায় কোনো কলেজ নেই। ২০-২৫ কিলোমিটার দূরে ছাত্র-ছাত্রীদের পড়তে যেতে হয়। ছাত্র-ছাত্রীর অনুপাতে কলেজ সংখ্যা কম হওয়ায় মেধাবীরাও অনার্স থেকে বঞ্চিত হয়।

তৃনমূল কংগ্রেসের মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মন্ডল ডিগ্ৰী কলেজ তৈরি করে দেওয়ার আশ্বাস দেন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর