জন সংযোগ বিএসএফের, ফ্রি মেডিকেল ক্যাম্প সেনার, ভিড় করছেন কাশ্মীরিরা

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20201103-WA0025

এনবিটিভি ডেস্ক: জনসংযোগ বাড়াতে নিখরচায় মেডিকেল ক্যাম্পের আয়োজন করল বিএসএফ। সোমবার কাশ্মীরের পুঞ্চ জেলার বেসনি এলাকায় ক্যাম্প করে তারা। এই ক্যাম্পে মেডিকেল চেক-আপের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের ওষুধও সরবরাহ করা হয়। দীর্ঘদিন পর ওই এলাকায় চিকিৎসা শিবির আয়োজন করায় বিএসএফের প্রশংসা করেন স্থানীয়রা।

৩৭০ ধারা অবলুপ্ত হওয়ার পর প্রশাসনের সঙ্গে কাশ্মীরবাসীর একাংশের দূরত্ব তৈরি হয়। যার জেরে অনায়াসেই জঙ্গিরা নানা নাশকতামূলক কাজকর্ম চালিয়ে যাচ্ছে। জনসংযোগ বাড়িয়ে জঙ্গিদের নাগাল পেতে চাইছেন নিরাপত্তা রক্ষীরা, সেই কারণেই স্বাস্থ্য শিবির বলে সূত্রের খবর। শিবির হয়েছে করোনা স্বাস্থ্যবিধি মেনে, ভিড় করেছেন স্থানীয়রা।
রোজিয়াত নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, “আমি আমার বাবা-মায়ের সঙ্গে এসেছি। এখানকার চিকিৎসকরা যথাযথ চিকিৎসা পরামর্শ এবং ভাল ওষুধ সরবরাহ করছেন। আমি এ জন্য বিএসএফকে ধন্যবাদ জানাতে চাই।”
অন্য এক বাসিন্দা, গুশাদ খান বলেন, “ভালো চিকিৎসকরা চিকিৎসা করছেন। আমি সত্যিই আনন্দিত যে বিএসএফ এই অঞ্চলের মানুষের জন্য এখানে একটি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে।”

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর