জলপাইগুড়ি থেকে চেন্নাইগামী ট্রেনের স্টপেজ উদ্বোধনে এসে বিক্ষোভের মুখে বিজেপি সাংসদ খগেন মুর্মু

সেখ সাদ্দাম, মালদাঃ মালদার হরিশ্চন্দ্রপুর স্টেশনে এনজেপিচেন্নাইগামী ট্রেনের স্টপেজ উদ্বোধনে এসে সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়লেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। এ অনুষ্ঠানে সাংসদের উপস্থিতিতে স্টপেজের উদ্বোধন করার কথা ছিল। শনিবার বিকেল বেলা অনুষ্ঠান মঞ্চে সাংসদ প্রবেশ করা মাত্রই ব্রহ্মপুত্র ও পদাতিক এবং লোকাল ট্রেন চালানোর দাবিতে উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু কে ঘিরে বিক্ষোভ দেখায় মালদা হরিশ্চন্দ্রপুর এলাকার বাসিন্দারা।
এদিন খগেন মুর্মু মঞ্চে প্রবেশ করার মুখে এলাকার বাসিন্দাদের বিক্ষোভের সম্মুখীন হন। তারা পদাতিক ব্রহ্মপুত্র স্টপেজ সহ লোকাল ট্রেন চালুর দাবিতে খগেন মুর্মু কে ঘিরে ধরে স্লোগান দিতে থাকেন। পরে রেলওয়ে পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।
স্টপেজ ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর মালদার সংসদ খগেন মুর্মু, হরিশ্চন্দ্রপুর এর বিধায়ক মুস্তাক আলম, ডিআরএম আর কে বার্মা সহ অন্যান্য আধিকারিকরা।

Latest articles

Related articles