পথ চলতি মানুষ ও চালকদের সচেতন করতে অভিনব উদ্যোগ নিল মালদা জেলা ট্রাফিক পুলিশ

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG_20210907_160440

মালদা: ট্রাফিক সপ্তাহের শেষ দিনে পথ চলতি মানুষ ও চালকদের সচেতন করতে অভিনব উদ্যোগ নিল মালদা জেলা ট্রাফিক পুলিশ।

মঙ্গলবার ছিল ট্রাফিক সপ্তাহের শেষ দিন। আর এই শেষ দিনে মালদা শহরের কৃষ্ণপল্লি সাবওয়ে গেট সংলগ্ন জাতীয় সড়কের ধারে আনুষ্ঠানিকভাবে একটি সচেতনামূলক পথসভা আয়োজন করা হয় মালদা জেলা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে। সেখান থেকেই পুলিশ কর্তারা পথচলতি মানুষদের রাস্তায় যাতে সঠিকভাবে পারাপার হন এবং ট্রাফিক আইন মেনে চলাচল করে তা সম্বন্ধে সচেতন করেন। সঙ্গে যে সমস্ত মোটর বাইক চালকরা হেলমেট ছাড়া রাস্তায় বেরিয়েছেন তাদের ধরে লাড্ডু খাইয়ে মিষ্টিমুখ করার পর একটি গোলাপ ফুল ও মাথায় হেলমেট পরিয়ে তাদের সচেতন করেন।সব সময় যাতে বাইক চালানোর ক্ষেত্রে প্রত্যেকে হেলমেট পড়ে নিজের এবং অপরের জীবনকে সুস্থ ও সাবধানে রাখেন।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা ট্রাফিক ইনস্পেক্টর শান্তিনাথ পাজা, ট্রাফিক ওসি বিটুল পাল, ইংরেজবাজার থানার মেজো বাবু অভিষেক তালুকদার, বিশিষ্ট সমাজ সেবী নরেন্দ্রনাথ তেওয়ারি মহাশয় ও অন্যান্য অতিথিরা।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর