রাজস্থানের উপমুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে শচীন পাইলটকে

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200714-WA0048

এনবিটিভি ডেক্স: রাজস্থানের উপ-মুখ্যমন্ত্রী তথা বিক্ষুব্ধ বিধায়ক শচীন পাইলটের বিরুদ্ধে (Rajasthan Crisis) এবার কড়া পদক্ষেপ নিল কংগ্রেস। মঙ্গলবারও রাজস্থানের কংগ্রেস বিধায়কদের নিয়ে হওয়া দ্বিতীয় বৈঠকে যোগ দেননি ওই তরুণ তুর্কি (Sachin Pilot)। এরপরেই দলের তরফ থেকে উপমুখ্যমন্ত্রী ও রাজস্থান কংগ্রেস সভাপতির পদ থেকে শচীন পাইলটকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি শচীন পাইলট ঘনিষ্ঠ দুই মন্ত্রীকেও তাঁদের পদ থেকে সরিয়ে দেওয়ার ঘোষণা করলো রাজস্থান কংগ্রেস। এর আগে যখন শচীন পাইলটের মান ভাঙানোর চেষ্টা করা হয় তখনই নিজের কিছু দাবির তালিকা তুলে ধরেন ওই নেতা। তাঁর সিদ্ধান্ত অনুযায়ী, যতক্ষণ না সমস্ত দাবিদাওয়া মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ দলের সান্নিধ্য এড়িয়েই চলবেন তিনি। তারপরেও দলের তরফ থেকে কোন সবুজ সংকেত না মেলায় বিধায়কদের দ্বিতীয় বৈঠকেও উপস্থিত হননি তিনি।

এরপরেই দলের তরফে শচীনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার ভাবনাচিন্তা করা হয়। তখনই কংগ্রেসের পক্ষ থেকে যেসব বিধায়করা জয়পুরের বৈঠকে অংশ নেননি তাঁদের বিরুদ্ধে নোটিশ জারির ইঙ্গিত দেওয়া হয়।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর